Last Updated: Tuesday, July 16, 2013, 19:49
খরজুনা ও রানিতলার মানুষের অভিযোগ শোনার পর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন রাষ্ট্রপতি। ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি নিয়ে আজ রাষ্ট্রপতির দ্বারস্থ হন ওই দুই গ্রামের মানুষ। বেলা সাড়ে বারোটা নাগাদ রাষ্ট্রপতি ভবনে যান তাঁরা। প্রায় ঘণ্টাখানেক রাষ্ট্রপতি ভবনে ছিলেন তাঁরা। রাষ্ট্রপতির কাছে দুই গ্রামের মানুষ অভিযোগ করেন, ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্য প্রশাসনের তরফে যে তদন্ত হচ্ছে তাতে তাঁদের আস্থা নেই। রাষ্ট্রপতি গ্রামবাসীদের আশ্বাস দিয়েছেন বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে কথা বলবেন তিনি।