Last Updated: July 2, 2013 18:53

বলিউডের একজন তারকা তাঁর ছবির জন্য ওপর একজন তারকা ধন্যবাদ জানাচ্ছেন। এমন ঘটনা সত্যিই বিরল। সেটাই করলেন হৃতিক। নিজের আগামী ছবি কৃষ থ্রি-র জন্য ধন্যবাদ জানালেন শাহরুখ খানকে।
হৃতিক মনে করেন শাহরুখের ভইএফএক্স স্টুডিও না থাকলে কৃষ থ্রি কোনওদিন সম্ভবই হত না। হৃতিক বলেন, "শাহরুখের দূরদৃষ্টি ছাড়া রেড চিলিজ এন্টারটেনমেন্ট(শাহরুখের প্রযোজনা সংস্থা) তৈরি হত না। কৃষ থ্রিতে আমরা যেই স্পেশ্যাল এফেক্টস ব্যবহার করেছি সেটা ভিএফএখ্স স্টুডিও ছাড়া কোনওমতেই করা যেত না। শাহরুখই প্রথম ভিএফএক্স স্টুডিওর প্রয়োজনীয়তা বুঝেছিলেন।"
আগামী ৪ নভেম্বর ৪ নভেম্বর মুক্তি পেতে চলেছে কৃষ থ্রি। হৃতিকের বিপরীতে ছবিতে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। রয়েছেন বিবেক ওবেরয় ও কঙ্গনা রওনাত। কৃষ থ্রি ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে হৃতিকের ব্যাং ব্যাং ও সুদ্ধি।
First Published: Tuesday, July 2, 2013, 18:53