Last Updated: Friday, March 1, 2013, 16:03
দিওয়ালি যদি শাহরুখের হয়, ইদ তাহলে সলমনের। দু`দশক ধরে বলিউডে চলে আসছে এই ইতিহাস। তবে এবার বোধহয় একটু অন্যরকম ইদ দেখবে বলিউড। দৌড়ে নেই সলমন। শাহরুখ, অক্ষয় আর সানি। একশো কোটির ইঁদুর দৌড়ে একে অপরের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছেন।