Last Updated: March 14, 2013 12:55

হায়দরবাদ বিস্ফরণেকান্ডের তদন্তে নেম আরও চার জন সন্দহভাজনকে আটক করল এনআইএ। বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করা হয়েছে তাদের। ধৃত চার জনকে জেরা শুরু করেছে এনআইএ।
হায়দরাবাদ বিস্ফোরণে আগেই মকবুল নামে এক সন্দেগভাজনকে গ্রেফতার করা হয়। মকবুলকে জেরা করেই সূত্র পায় এনআইএর তদন্তকারীরা। ধৃতরা আইএমের সঙ্গে জড়িত বলে সন্দেহ এনআইএর। বিহারের আরও কয়েকটি জায়গায় হানা চালাচ্ছে পুলিস।
First Published: Thursday, March 14, 2013, 14:15