Last Updated: December 3, 2012 12:31

আমির খান আর ইমরান খান। বলিউডের বিখ্যাত মামা-ভাগ্নে জুটি। দুজনে আবার অভিন্ন হৃদয় বন্ধুও। গতবছর ইমরানের বিয়ের পর শানদার পার্টি দিয়েছিলেন মামা আমির। আর এবার আমির-কিরণের ছেলের একবছরের জন্মদিনে পার্টি দিলেন ভাগ্নে ইমরান।
গতবছর ১ ডিসেম্বর জন্ম হয় আমির-কিরণের ছেলে আজাদের। শনিবার ছিল ইমরানের দেওয়া এক বছরের বার্থডে পার্টি। আমিরের প্রথম স্ত্রীর সঙ্গে এসেছিলেন মেয়ে ইরাও। অতিথি আপ্যায়নের মধ্যেই স্ত্রী কিরণের প্রশংসা করতেও ভুললেন না আমির। বললেন, "আমার শুটিং আর কাজের চাপে ছেলেকে বেশি সময় দিতে পারি না। তবে কিরণ সবকিছু খুব ভাল সামলাচ্ছে। মাতৃত্ব দারুণ উপভোগ করছে কিরণ। আজাদও খুব হাসিখুশি বাচ্চা"।

ছেলেকে সময় দিতে না পারলেও নিজের কয়েকমাসের মেয়েকে নিয়ে ক্রুজে শুটিংয়ে গিয়েছিলেন এই আমিরই। ১৯৯৮ সালে তখন `মন` ছবির শুটিং চলছে। একমাস টানা ক্রুজে শুটিংয়ে প্রথম স্ত্রী রিনা ও কয়েকমাসের মেয়েকে নিয়ে গিয়েছিলেন আমির। শুটিংয়ের ফাঁকে ফাঁকে মেয়ের ন্যাপিও বদলে দিতেন তখন।
First Published: Monday, December 3, 2012, 12:31