Last Updated: June 2, 2014 15:36

ফের উত্তরপ্রদেশে গণধর্ষণ। বারেলির বাহেরিতে ২২ বছরের এক তরুণীকে প্রথমে গণধর্ষণ করে জোর করে অ্যাসিড খেতে বাধ্য করা হল। পুলিস সূত্রের খবর এরপর শ্বাসরোধ করে খুন করা হয় মেয়েটিকে।
বিকৃত মুখ সহ নিগৃহীতার মৃতদেহ শনিবার আথিপুরা গ্রামে একটি মাঠ থেকে উদ্ধার হয়। আজ মেয়েটির ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশিত হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট প্রথমে গণধর্ষণ ও পরে শ্বাসরোধ করে খুনের ঘটনায় শীলমোহর লাগিয়েছে।
পুলিস জানিয়েছে নিগৃহীতা মেয়েটির পাকস্থলী থেকে অ্যাসিড পাওয়া গেছে।
মেয়েটির পরিচয় গোপন রাখার জন্য অপরাধীরা প্রথমে তার মুখে অ্যাসিড ঢেলে দেয়। পরে পেট্রল ঢেলে মেয়েটির মুখ জ্বালিয়ে দেওয়া হয়।
পুলিস সূত্রে জানানো হয়েছে নিগৃহীতা মেয়েটি সম্ভবত উত্তরাখণ্ডের।
First Published: Monday, June 2, 2014, 15:36