বিশ্বকাপের পরেই ভারতে আসছেন ইনিয়েস্তা

বিশ্বকাপের পরেই ভারতে আসছেন ইনিয়েস্তা

বিশ্বকাপের পরেই  ভারতে আসছেন ইনিয়েস্তাঅগাস্ট মাসে ভারতে আসবেন স্পেনের তারকা ফুটবলার আন্দ্রে ইনিয়েস্তা। একটি পানীয় সংস্থার বিজ্ঞাপনের প্রচারের বিভিন্ন শহর ঘুরবেন তিনি। দেখা করবেন বলিউড স্টার ও ভারতের কেয়কজন তারকা ফুটবলারের সঙ্গে।

বিশ্বকাপের পরই ভারতে আসবেন স্পেনের ফুটবলার আন্দ্রে ইনিয়েস্তা। অগাস্ট মাসে একটি পানীয় সংস্থার বিজ্ঞাপনের প্রচারের জন্য ভারতের কয়েকটি শহরে যাবেন তিনি। তাজমহলও দেখতে যাওয়ার কথা আছে ইনিয়েস্তার। শাহরুখ খান,জন আব্রাহাম, রণবীর কাপুরের মতন বেশ কয়েকজন বলিউড তারকার সঙ্গেও মিলিত হবেন এই স্প্যানিস ফুটবলার। পানীয় সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও ইনিয়েস্তার ভারত সফরের সময় আমন্ত্রন জানানো হবে। ধোনি ছাড়াও ইনিয়েস্তা মিলিত হবেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া ও বর্তমান অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে।

First Published: Tuesday, June 17, 2014, 17:49


comments powered by Disqus