Last Updated: Tuesday, January 8, 2013, 08:32
মেসি ম্যাজিককে আর একবার স্বীকৃত দিল গোটা পৃথিবী। বিশ্বফুটবলে ইতিহাস গড়লেন লিওনেল মেসি। আগের তিন বারের ধারা অব্যাহত রেখে এবারও বিশ্বের সেরা তিনি। এই নিয়ে টানা চার বার ব্যালেন ডি অর জেতার কৃতিত্ব অর্জন করলেন আর্জেন্টিনীয় সুপারস্টার। প্লাতিনি, জোহান ক্রুয়েফ, জিদান, রোনাল্ডোর মত কিংবদন্তি ফুটবলাররা যা করতে পারেননি, তাই করে দেখালেন লিও মেসি।