ইরান থেকে তেল আমদানিতে মার্কিন চাপের কাছে মাথা নোয়াবে না ভারত

ইরান থেকে তেল আমদানিতে মার্কিন চাপের কাছে মাথা নোয়াবে না ভারত

Tag:  India Iran Oil USA Delhi import
ইরান থেকে তেল আমদানিতে মার্কিন চাপের কাছে মাথা নোয়াবে না ভারতইরান থেকে তেল আমদানি বন্ধে মার্কিন চাপের কথা অস্বীকার করল নয়াদিল্লি। বৃহস্পতিবার লোকসভায় একথা জানালেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী এস জয়পাল রেড্ডি। তিনি জানান, অন্য কোনও দেশ নয়, এবিষয়ে রাষ্ট্রসঙ্ঘর নির্দেশিকা মেনে চলবে ভারত।

সম্প্রতি ভারত সফরে এসে নয়াদিল্লিকে ইরান থেকে তেল আমদানি কমানোর পরামর্শ দিয়েছিলেন মার্কিন বিদেশসচিব হিলারি রডহ্যাম ক্লিনটন। তার পর থেকেই মিত্ররাষ্ট্র ইরানের সঙ্গে ভারতের সম্পর্কের সমীকরণ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল দেশে ও বিদেশে। এদিন জয়পাল রেড্ডি এই ইস্যুতে ভারতের অবস্থান স্পষ্ট করার পর সেই জল্পনার অবসান হল।

ভারত সফরে মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিনটনের তরফে ইরান থেকে তেল আমদানি বন্ধ করতে কোনও চাপ দেওয়া হয়নি বলে উল্লেখ করে এদিন জয়পাল রেড্ডি বলেন, "এবিষয়ে যে কেনও সিদ্ধান্ত নিতে ভারত সম্পূর্ণ ভাবে স্বাধীন। এবিষয়ে অন্য কোনও দেশের মতামতকে গুরুত্ব দেবে না সরকার।" ইরান থেকে তেল আমদানির বিষয়ে ভারত তার সার্বভৌমত্বের সঙ্গে কোনও আপস করবে না বলে সাংসদদের নিশ্চিত করেন মন্ত্রী। পাশাপাশি তিনি এ-ও জানান, কত তেল আমদানি হবে, তা ঠিক করবে তেল কোম্পানিগুলিই।

First Published: Thursday, May 10, 2012, 22:03


comments powered by Disqus