Last Updated: Wednesday, October 19, 2011, 19:17
সিরিজে দুই-শূন্য ফলে এগিয়ে ধোনিরা। এবার মিশন মোহালি। বিশ্বকাপ সেমিফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচের পর এই প্রথম আবার বড় ক্রিকেট ম্যাচের আসর। কোহলিরা দিল্লিজয় করার পর মোহালিতে অনেকটাই অ্যাডভান্টেজ নিয়ে মাঠে নামছেন। বুধবার অপশনাল প্র্যাকটিস ছিল ভারতের।অনুপস্থিত ছিলেন গৌতম গম্ভীর ও প্রবীণকুমার।