যুবি, দিন্দার হাত ধরে মান বাঁচল ভারতের

যুবি, দিন্দার হাত ধরে মান বাঁচল ভারতের

যুবি, দিন্দার হাত ধরে মান বাঁচল ভারতেরআমেদাবাদে পাকিস্তানকে হারিয়ে টি-২০ সিরিজে সমতা ফেরাল ভারত। সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারাল ধোনিবাহিনী। এদিন টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান পাক অধিনায়ক মহম্মদ হাফিজ।

বেঙ্গালুরুর মতই আমেদাবাদে শুরুটা ভালই করেছিলেন ওপেনার গৌতম গম্ভীর এবং আজিঙ্কা রাহাণে। কিন্তু বড় রান করতে দুজনেই ব্যর্থ হন। সিরিজের শেষ ম্যাচে স্বমহিমায় ফিরলেন যুবরাজ সিং। ছত্রিশ বলে সাতটি ছয় এবং চারটি চারের সাহায্যে বাহাত্তর রানের ঝোড়ো ইনিংস খেলেন যুবি। নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৯২ রান করে ভারত। পাকিস্তানের হয়ে চারটি উইকেট পান উমর গুল।

জবাবে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে একশো একাশি রান করে পাকিস্তান। ভারতের হয়ে তিনটি উইকেট পেয়েছেন অশোক দিন্দা।

First Published: Friday, December 28, 2012, 21:42


comments powered by Disqus