Last Updated: Sunday, August 25, 2013, 11:34
ব্যাচেলর পুরুষদের অপরিচ্ছন্নতা সারা বিশ্বজুড়ে যুগ যুগ ধরেই কোনও অজানা কারণে বেশ প্রতিষ্ঠিত। প্রজন্ম থেকে প্রজন্মে রুচি, সংস্কৃতি, দৃষ্টভঙ্গী সহ বহু কিছু পরিবর্তিত হলেও ব্যাচেলরদের অপরিচ্ছন্নতার বিষয়টি বেশ কন্সট্যান্ট ফ্যাক্টর। এর বিশেষ নড়ন চড়ন হয় না। বরং অধিকাংশ অবিবাহিত পুরুষ যত্নে লালন করে এই (বদ!) অভ্যাস। এর ব্যাপ্তি এতটাই যে সব ভাষার কবিতা উপন্যাসেও বেশ ঠাঁই খুঁজে নিয়েছে। ব্যাচলরদের প্রজন্ম লালিত এই বিশেষ অভ্যাসে সিলমোহর লাগাল সাম্প্রতিক এক সমীক্ষা। এই সমীক্ষা অনুযায়ী ব্যাচেলর বা একা পুরুষরা গড়ে তিন মাসে মাত্র একবার বিছানার চাদর বদলাবার `বিলাসিতা` করেন।