Last Updated: February 19, 2014 17:53

সৌদি আরব তাদের কারওরই দেশ নয়। কিন্তু সেই দেশেই জীবিকার প্রয়োজনে গিয়েছিলেন দুজনে। এরকজন কাজ করতেন নার্সের, অপরজন তার বাড়িতেই পরিচারিকার। সুদূর ইথিওপিয়া থেকে আসা সেই পরিচারিকার হাতেই খুন হলেন ভারতীয় নার্স।
হায়দরাবাদের হুসেন সৈয়দ দম্মম এলাকার মুবারাইকায় এক সৌদি পরিবারে নার্সের কাজ করতেন। টানা দু`বছর ওই বাড়িতেই একসঙ্গে কাজ করতেন ইথিওপিয়া থেকে আসা এক পরিচারিকাও। সোমবার হঠাত্ই দুজনের মধ্যে বচসা শুরু হয়। তারপরই ধারালো অস্ত্র দিয়ে হুসেনকে আঘাত করে ওই পরিচারিকা। তারপরই মৃত্যু হয়েছে হুসেনের।
দম্মম পুলিসের মুখপাত্র জিয়াদ আল রকিতি জানিয়েছেন, সোমবার সকাল ৫টার সময় খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় পুলিস। বাড়ির উঠনো হুসেনের মৃতদেহ উদ্ধার হয়। বুকের বাঁ দিকে গভীর ক্ষতর চিহ্ন ছিল। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিচারিকাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।
First Published: Wednesday, February 19, 2014, 17:53