Last Updated: Tuesday, March 6, 2012, 14:50
বাংলাদেশে গুলি করে হত্যা করা হল সৌদি আরবের এক কূটনীতিককে। নিহত সৌদি কূটনীতিকের নাম খালাপ আল আলি। মঙ্গলবার ঢাকা পুলিসের ডেপুটি কমিশনার লুতফুল কবির জানিয়েছেন, ঢাকায় নিজের বাসভবন থেকে দুটি বাড়ি দূরে একটি নালার ধারে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিস।