Last Updated: Wednesday, February 19, 2014, 17:53
সৌদি আরব তাদের কারওরই দেশ নয়। কিন্তু সেই দেশেই জীবিকার প্রয়োজনে গিয়েছিলেন দুজনে। এরকজন কাজ করতেন নার্সের, অপরজন তার বাড়িতেই পরিচারিকার। সুদূর ইথিওপিয়া থেকে আসা সেই পরিচারিকার হাতেই খুন হলেন ভারতীয় নার্স।