Last Updated: June 28, 2013 15:21

আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডে মূল অভিযুক্ত বুকি জিতেন্দ্র সিং ওরফে জিতুকে গ্রেফতার করল দিল্লি পুলিস। আহমেদাবাদ থেকে জিতুকে গ্রেফতার করা হয়। তাকে শীঘ্রই সকেত আদালতে পেশ করা হবে।
আগেই গ্রেফতার হওয়া বুকি চন্দ্রেশ পাটেল জিতেন্দ্র সিংয়ের হয়েই কাজ করত। অন্যদিকে, রাজস্থান রয়্যালসের ক্রিকেটার অজিত চান্ডিলা সহ দু`জনের জামিনের আবেদন পয়লা জুলাই অবধি পিছিয়ে গেল।
First Published: Friday, June 28, 2013, 15:21