ফিক্সিং কাণ্ড: ২২ গজ ছেড়ে শ্রীসন্থের ঠিকানা আপাতত তিহারের জেল কুঠরি

ফিক্সিং কাণ্ড: ২২ গজ ছেড়ে শ্রীসন্থের ঠিকানা আপাতত তিহারের জেল কুঠরি

 ফিক্সিং কাণ্ড: ২২ গজ ছেড়ে শ্রীসন্থের ঠিকানা আপাতত তিহারের জেল কুঠরি  আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডে গ্রেফতার রাজস্থান রয়্যালসের দুই ক্রিকেটার এস শ্রীসন্থ ও অজিত চান্ডিলার ৪ জুন অবধি জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লি হাই কোর্ট। ততদিন অবধি তিহার জেলই ঠিকানা বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য শ্রীসন্থের।

আজ আদালতে দিল্লি পুলিস শ্রীসন্থের পুলিসি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল। কিন্তু দিল্লি হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়।

৪ জুন আদালত শ্রীসন্থদের জামিনের আবেদন খতিয়ে দেখবে। দুই ক্রিকেটারের সঙ্গে দুই বুকিকেও চৌঠা জুন অবধি জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল সন্ধেতে দিল্লি পুলিস ফিক্সিং কাণ্ডে জড়িত থাকার অপরাধে আরও তিন বুকিকে গ্রেফতার করেছে। পুলিসের অনুমান দুবাইয়ের বুকিদের সঙ্গে ভারতীয় বুকিদের যোগসূত্র হিসাবে কাজ করত এই তিনজন।

অন্যদিকে, আজ মুম্বইয়ের আদালত অভিনেতা বিন্দু দারা সিংয়ের পুলিসি হেফাজতের মেয়াদ চলতি মাসের ৩১ তারিখ অবধি বাড়িয়ে দিল।

First Published: Tuesday, May 28, 2013, 18:40


comments powered by Disqus