Last Updated: Sunday, May 26, 2013, 16:25
গড়াপেটা কেলেঙ্কারির জেরে ভারতীয় ক্রিকেট এখন অদ্ভুত এক সন্ধিক্ষণে। গত সপ্তাহে স্পট ফিক্সিংয়ের দায়ে শ্রীসন্থ সহ আরও দুই ক্রিকেটারের গ্রেফতারের সঙ্গে সঙ্গে খুলে গেছে অদ্ভুত এক প্যান্ডোরার বাক্স। প্রত্যেকদিন সেই বাক্স থেকে বেরিয়ে আসছে নতুন কিছু অপরাধ, কিছু পাপ, যা ক্রিকেট খেলাটাকেই আসতে আসতে বেশি খাদের কিনারে নিয়ে যাচ্ছে। শ্রীসন্থরাতো শুধু সেই বাক্সের দরজার সামনে বসে ছিলেন, কে জানতো তাঁদের সূত্র ধরেই বিনোদনী ক্রিকেটের এই কদর্য রূপ সামনে চলে আসবে? বি কোম্পানি থেকে বলিউডি কানেকশন, বুকি সাম্রাজ্য কিছুই আর বাদ নেই।