Last Updated: March 25, 2012 15:59

ওড়িশায় অপহৃত দুই ইতালিয় নাগরিকের একজনকে মুক্তি দিল মাওবাদীরা। অসুস্থ ক্লদিও কোলানজেলোকে ছেড়ে দিয়েছে মাওবাদীরা। শনিবার গভীর রাতে ইতালিয় দুই পণবন্দির মুক্তির খবর পাওয়া যায়। যদিও পরে জানা যায় একজনকেই মুক্তি দেওয়া হয়েছে। গঞ্জাম জেলার সরোডা সেচ বাংলোয় রাখা হয়েছে ক্লদিওকে। সেখানে তাঁর চিকিত্সা চলছে। মুক্তি পাওয়ার পর অবিলম্বে দেশে ফিরতে চান বলে জানিয়েছেন ক্লদিও।
তবে মাওবাদীদের হাতে পণবন্দি দ্বিতীয় ইতালিয় নাগরিককে ছাড়ার ব্যাপারে কিছু শর্ত আরোপ করেছে মাওবাদীরা। শুভশ্রী পন্ডা-সহ বন্দি ৫ মাওবাদী নেতা নেত্রীকে ছেড়ে দেওয়ার পাশাপাশি অপারেশন গ্রিন হান্ট বন্ধ করার দাবিতেও অনড় রয়েছে মাওবাদীরা। রবিবার ফের বিডি শর্মা ও দণ্ডপাণি মহান্তিকেই মধ্যস্থতা করার অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। মুখ্যমন্ত্রীর কাছ থেকে সরাসরি বার্তা এলে তাঁরা সেই প্রস্তাব ভেবে দেখবেন বলে জানিয়েছেন দুই মধ্যস্থতাকারী। একই সঙ্গে গতকাল অপহৃত বিজেডি বিধায়ক ঝিনা হিকাকাকে ছেড়ে দেওয়ারও আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
First Published: Sunday, March 25, 2012, 18:17