Last Updated: Thursday, April 12, 2012, 11:07
মাওবাদীদের হাতে ১১ দিন পণবন্দি থাকার পর গত ২৫ মার্চ ছাড়া পেয়েছিলেন অসুস্থ ক্লডিও কোলাঞ্জেলো। এদিন তাঁর সঙ্গী পাওলো বসুস্কোকেও ২৯ দিনের বন্দিদশা থেকে মুক্তি দিল সব্যসাচী পাণ্ডার নেতৃত্বাধীন সিপিআই (মাওবাদী) গোষ্ঠী। দক্ষিণ-পশ্চিম ওড়িশার কন্ধমাল জেলার মোহনা গ্রামে মুক্তি দেওয়া হয় তাঁকে। গত ১৪ মার্চ কন্ধমাল জেলার জঙ্গল থেকে এই দুই ইতালীয় পর্যটককে অপহরণ করেছিল মাওবাদীরা।