Last Updated: Thursday, January 30, 2014, 18:23
ভূত, ইয়েতি, বুনিপ। স্থলে, পাহাড়ে, জঙ্গলে। এই তিনি মূর্তিমান দানবের অস্তিত্ব নিয়ে কম গবেষণা হয় না। মাঝে মাঝেই শোনা যাচ্ছে কোনও এক পর্বতারোহি এভারেস্টে ওঠার সময় নাকি ইয়েতি দেখেছেন। আবার কখনও শোনা যায় আমাজনের গভীর জঙ্গলের মাঝে কোনও এক কাঠুরিয়া নাকি বুনিপ দেখে মাথা ঘুরে পড়ে গিয়েছেন। কিন্তু বিজ্ঞান, যুক্তিবাদীরা সব খারিজ করে বলে, মনের ভুল আসলে বুনিপ, ইয়েতি এগুলো মানুষের মনের বুল (সোজা ভাষায় যাকে বলে কেমিক্যাল লোচা)।