কেন্দ্রের আপত্তি সত্ত্বেও দিল্লি বিধানসভায় আজ জনলোকপাল বিল পেশ করার পথে অরবিন্দ কেজরিওয়াল

কেন্দ্রের আপত্তি সত্ত্বেও দিল্লি বিধানসভায় আজ জনলোকপাল বিল পেশ করার পথে অরবিন্দ কেজরিওয়াল

কেন্দ্রের আপত্তি সত্ত্বেও দিল্লি বিধানসভায় আজ জনলোকপাল বিল পেশ করার পথে অরবিন্দ কেজরিওয়ালআজ দিল্লি বিধানসভায় আজ পেশ হতে পারে বিতর্কিত জনলোকপাল বিল।গতকালই কেন্দ্রীয় আইনমন্ত্রকের তরফে বলা হয়, বিল পেশ করতে গেলে লাগবে কেন্দ্রের অনুমোদন। তা সত্বেও আজই জন লোকপাল বিল পেশ করতে পারেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

সূত্রের খবর দিল্লি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই নিয়ে দ্বিতীয়বার ভাবনার কোনও স্থান নেই। এর আগে রাজধানীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সরাসরি ঘোষণাই করেছিলেন জনলোকপাল বিল পাশ করাতে যতদূর সম্ভব যাবেন তাঁরা। জনলোকপাল বিল পাশ না করলে পদত্যাগের হুমকিও দিয়ে রেখেছেন আপ সুপ্রিমো।

এই বিল বিধানসভায় পেশ করলে আজই বস্তুত কেন্দ্রের সঙ্গে সরাসরি সংঘাতে চলে যাবে দিল্লি রাজ্য সরকার।



First Published: Thursday, February 13, 2014, 09:10


comments powered by Disqus