সল্লু-ক্যাটকে নিয়ে মুখ খুললেন কবীর খান

সল্লু-ক্যাটকে নিয়ে মুখ খুললেন কবীর খান

সল্লু-ক্যাটকে নিয়ে মুখ খুললেন কবীর খান সলমন খানকে নাকি তাঁর চিরাচরিত স্বভাব থেকে আনেকটাই সরে আসতে দেখা গেছে `এক থা টাইগার` সিনেমার সেটে। শোনা যাচ্ছে সলমন নাকি তাঁর জামা কাপড় থেকে শুরু করে অনেক খুঁটিনাটি ব্যাপারেই নির্ভরশীল ছিলেন তাঁর `প্রাক্তন প্রেমিকার` ওপর! আর এই খবর মিডিয়াকে জানিয়েছেন এক থা টাইগার-এর পরিচালক, সলমন ঘনিষ্ঠ স্বয়ং কবীর খান। আর সলমন-ক্যাটরিনার সম্পর্কের কথা জানতে চাওয়া হলে কবীর স্পষ্ট জানিয়ে দেন যে তাঁদের কেমিস্ট্রি নাকি অসাধারণ। তাঁরা যে প্রত্যেকটা ক্ষেত্রেই নিজেরা একে অপরের ওপর নির্ভরশীল ছিলেন তাও জানিয়ে দেন পরিচালক।

একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে কবীর খান জানিয়েছেন, ছবির সেটে সলমনকে নিয়ে বেশ খানিকটা সমস্যায় পরেছিলেন তিনি। অনেক বিষয়েই দুজনের একমত হতে বেশ কিছুটা সময় লেগেছে। এমনকী, `স্টার` সলমনের সেটে দেরি করে আসা নিয়েও মুখ বন্ধ রাখেননি কবীর। তাঁর বক্তব্য, সলমনের নিজের সময় মতো সেটে আসা নিয়ে আনেক দিনই শুটিং শুরু করতে দেরি হয়েছে। তবে এই সব কিছুর উর্ধ্বে গিয়ে পরিচালক এটাও জানিয়েছেন যে একবার সেটে এসে গেলে সলমনের মতো অভিনেতা আর হয় না।

সেটে আসের পরের মুহুর্ত থেকেই সলমন হয়ে উঠতেন পরিচালকের সবথেক বাধ্য ছাত্র। কবীর মনে করিয়ে দেন যে সব পরিচালকেরই সলমনকে নিয়ে বুদ্ধি খাটিয়ে দিয়ে কাজ করা উচিত্‍। সে যাই হোক, কবীরের বক্তব্য থেকে একটা বিষয় অন্তত স্পষ্ট। ধীরে ধীরে ফের জমে উঠছে সলমন-ক্যাটরিনার কেমিস্ট্রি।

First Published: Sunday, July 29, 2012, 17:55


comments powered by Disqus