Last Updated: Sunday, July 29, 2012, 17:55
সলমন খানকে নাকি তাঁর চিরাচরিত স্বভাব থেকে আনেকটাই সরে আসতে দেখা গেছে `এক থা টাইগার` সিনেমার সেটে। শোনা যাচ্ছে সলমন নাকি তাঁর জামা কাপড় থেকে শুরু করে অনেক খুঁটিনাটি ব্যাপারেই নির্ভরশীল ছিলেন তাঁর `প্রাক্তন প্রেমিকার` ওপর! আর এই খবর মিডিয়াকে জানিয়েছেন এক থা টাইগার-এর পরিচালক, সলমন ঘনিষ্ঠ স্বয়ং কবীর খান। আর সলমন-ক্যাটরিনার সম্পর্কের কথা জানতে চাওয়া হলে কবীর স্পষ্ট জানিয়ে দেন যে তাঁদের কেমিস্ট্রি নাকি অসাধারণ।