Last Updated: July 25, 2012 23:19

সুরেশ কালমাদির লন্ডন যাওয়ার ব্যাপারে স্থগিতাদেশ দিয়েছে দিল্লি হাইকোর্ট। ফলে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যেতে পারছেননা তিনি।
কালমাডি ২৭ জুলাইয়ের আগে দেশ না ছাড়ার নির্দেশ দিয়েছে আদালত।
কমনওয়েলথ কেলেঙ্কারিতে জড়িয়ে থাকার অভিযোগে অভিযুক্ত কালমাডি চেয়েছিলেন লন্ডন অলিম্পিকের উদ্বোধনে যেতে। এমনকি কেন্দ্রীয়
ক্রীড়ামন্ত্রকের কাছে আবেদনও জানিয়েছিলেন তিনি। কিন্তু বুধবার দিল্লি হাইকোর্ট রায় দেয়, ২৭ জুলাইয়ের আগে দেশ ছাড়তে পারবেননা কালমাডি।
ফলে উদ্বোধনে যাওয়ার পরিকল্পনা বাতিল করতে হচ্ছে প্রাক্তন আইওএ সভাপতিকে। প্রসঙ্গত,কমনওয়েলথে আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার
হয়েছিলেন কালমাডি, পরে জামিনে মুক্ত হন তিনি। কিন্তু কালমাদির লন্ডন অলিম্পিকে যাওয়ার আবেদন শুনে চটে যান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয়
মাকেন। তার বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট এই স্থগিতাদেশ দিয়েছে।
First Published: Wednesday, July 25, 2012, 23:19