Last Updated: October 8, 2013 22:15

হাজারো চোখরাঙানি সত্ত্বেও থেমে যায়নি কামদুনি। থেমে যায়নি আন্দোলন। সোমবার কামদুনিকাণ্ডের চারমাস পূরণের দিনে প্রতিবাদ মঞ্চের তরফে কামদুনির স্কুল মাঠ থেকে মৌন মিছিল করলেন গ্রামবাসীরা। জলে প্রদীপ ভাসিয়ে স্মরণ করলেন নির্যাতিতাকে। ঠিক চার মাস আগে চরম বর্বরতার সাক্ষী হয়েছিলেন কামদুনির মানুষ। সাতই জুন গণধর্ষণ করে খুন করা হয় কলেজছাত্রীকে। ঘটনার প্রতিবাদে, দোষীদের শাস্তির দাবিতে প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে কামদুনি।
প্রচার বা পূর্বপ্রস্তুতি ছিল না। তার উপরে দিনভর বৃষ্টি। কিন্তু ঝড় জল উপেক্ষা করেই সোমবার ঘটনার চার মাস পরে নির্যাতিতা তরুণীকে স্মরণ করলেন কামদুনির প্রতিবাদী মানুষ।
রবিবার কামদুনিতেই নিহত ছাত্রীর স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করেছিল কামদুনি শান্তিরক্ষা কমিটি। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রতিবাদী মঞ্চের সদস্যরাও। কিন্তু কমিটির কাউকে অবশ্য দেখা যায়নি সোমবার সন্ধের অনুষ্ঠানে। তবে এদিন কামদুনির পাশে ছিলেন সুটিয়া এবং বারাসত প্রতিবাদী মঞ্চের সদস্যরা।
রবিরারের রক্তদান শিবিরে হাজির হওয়া নেতামন্ত্রীরা সন্ধির বার্তা দিয়েছিলেন। তবে সোমবার সন্ধেয় কামদুনির প্রতিবাদী মানুষ বুঝিয়ে দিলেন প্রতিবাদ চলবেই।
First Published: Tuesday, October 8, 2013, 22:15