কামদুনি মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার

কামদুনি মামলার পরবর্তী শুনানি মঙ্গলবার

কামদুনি মামলার পরবর্তী শুনানি মঙ্গলবারকামদুনি মামলার পরবর্তী শুনানি হবে মঙ্গলবার। তবে ওই দিন মূল মামলার শুনানি হবে না। অভিযুক্তদের আবেদনের শুনানি হবে মঙ্গলবার। দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে অভিযুক্তদের পর্যাপ্ত নিরাপত্তা এবং খাবার পরীক্ষা এই অভিযোগগুলিরই শুনানি হবে মঙ্গলবার।

এদিকে, কামদুনির নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়াতে নগরদায়রা আদালতে গেলেন চিত্রশিল্পী সমীর আইচ। কামদুনির মামলা বারাসত থেকে নগরদায়রা আদালতে সরানোর সিদ্ধান্তকে নজিরবিহীন বলেও মন্তব্য করেন তিনি।  

ন্যায়বিচারের জন্য বারাসত আদালতেও লড়েছেন, নগরদায়রা আদালতেও ন্যায়বিচারের জন্যই লড়াই চালিয়ে যাবেন। আজ নগরদায়রা আদালতে একথা জানান কামদুনির নির্যাতিতার পরিবারের আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়।  

প্রসঙ্গত, গত ৭ই জুন বারাসতের কামদুনিতে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়। বর্বরোচিত এই ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন মানুষ। এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের গ্রেফতার এবং কঠোর শাস্তির দাবি তোলা হয়।





First Published: Friday, August 23, 2013, 15:07


comments powered by Disqus