ক্যাটরিনা বৌদির সঙ্গেই স্বচ্ছন্দ করিনা

ক্যাটরিনা বৌদির সঙ্গেই স্বচ্ছন্দ করিনা

ক্যাটরিনা বৌদির সঙ্গেই স্বচ্ছন্দ করিনাসলমনের ঝটকা দিয়ে শুরু হয়ে গেছে কফ উইথ করণ। প্রথম পর্বেই দর্শক বুঝে গিয়েছে কী অপেক্ষা করছে করণের শোয়ের চতুর্থ সংস্করণে। এর মধ্যেই ট্রেলর দেখানো শুরু হয়ে গিয়েছে করিনা-রনবীরের পর্বে। আর সেখানেই এবার ক্যাটরিনাকে `বৌদি` সম্বোধন করলেন করিনা।

ভাই-বোন একসঙ্গে আসবেন কোনও শোয়ে, আর খুনসুটি হবে না দর্শক ভাবতেই পারে না। র‌্যাপিড ফায়ার রাউন্ডে করণ করিনাকে প্রশ্ন করেছিলেন, বন্দুকের সামনে রেখে যদি কোনও মহিলার সঙ্গে যৌনমিলনে যেতে বললে কাকে বাছবেন করিনা? বেবোর উত্তর ছিল, "জানি না। তবে মনে হয় বৌদি ক্যাটরিনা।"

রনবীরের বিয়েতে ক্যাটরিনার গানের সঙ্গে নাচার প্রস্তুতিও শুরু করে দিয়েছেন করিনা। শীলা কি জওয়ানি, চিকনি চামেলি-র সঙ্গেই নাচার পরিকল্পনা করিনার।

First Published: Monday, December 2, 2013, 23:00


comments powered by Disqus