Last Updated: November 29, 2013 21:19

কফি উইথ করণের নতুন সিজন শুরু হতে চলেছে সলমন খানের সঙ্গে। এর মধ্যেই প্রোমো দেখে ইউটিউবে উপচে পড়েছে লাইক আর শেয়ার। শোনা যাচ্ছিল এবার নাকি করণের শোয়ে একসঙ্গে আসতে চলেছেন রনবীর কপূর-ক্যাটরিনা কাইফ। কিন্তু স্পেনের বিচে একসঙ্গে ক্যামেরায় ধরা পড়ে যাওয়ার পরই একসঙ্গে ক্যামেরার সামনে আসতে চাইছেন না তাঁরা। তাই শেষ পর্যন্ত বোন করিনার সঙ্গেই করণের শোয়ে আসছেন রনবীর।
তবে রনবীর-ক্যাটরিনা নিজেদের সম্পর্ক নিয়ে কিছু বলতে না চাইলেও করণের সঙ্গে মন খুলে গল্প করেছেন করিনা। ভাইয়ের বিয়ে নিয়ে উত্সাহী করিনা জানিয়ে দিয়েছেন নিজের পরিকল্পনাও। জানিয়েছেন রনবীরের বিয়েতে চিকনি চামেলি, শীলা কি জওয়ানির মতো গানের সঙ্গে নাচতে চান তিনি। নিজের এত গান থাকতে শুধু এই গানগুলোই কেন? তবে কি ক্যাট বৌদি খুশি করার পরিকল্পনা এখন থেকেই সেরে ফেলছেন ননদ?
First Published: Friday, November 29, 2013, 21:19