Last Updated: January 11, 2013 23:47

কাশ্মীরে নতুন করে হিংসা ছড়ানোর হুমকি দিল লস্কর-ই-তইবা প্রধান হাফিজ সইদ। তার অভিযোগ, পাকিস্তানে অস্থিরতা তৈরির চেষ্টা করছে ভারত। হাফিজ সইদের হুমকির দিনই কাশ্মীরের সোপোরে সন্দেহভাজন জঙ্গিদের হাতে খুন হয়েছেন এক পঞ্চায়েত প্রধান।
পুঞ্চে পাক সেনার হাতে দুই ভারতীয় জওয়ানের নৃশংস হত্যার ঠিক আগেই পাক অধিকৃত কাশ্মীরের সীমানায় ঘুরে যায় হাফিজ সইদ। বৃহস্পতিবার, এ কথা জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিণ্ডে। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি লস্কর প্রধানের মদতেই নিয়ন্ত্রণ রেখার এপারে এসে হামলা চালায় পাক সেনা? এ সবের মধ্যেই শুক্রবার জম্মু-কাশ্মীরে হিংসা ছড়ানোর হুমকি এল মুম্বই হামলার প্রধান ষড়যন্ত্রকারীর কাছ থেকে।
তাঁর মন্তব্য, "পাকিস্তানকে অশান্ত করার চেষ্টায় ভারতই এই পরিস্থিতি তৈরি করছে।" হাফিজ সইদের হুমকির দিনই জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে এক গ্রাম পঞ্চায়েত প্রধানকে হত্যা করেছে সন্দেহভাজন জঙ্গিরা। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাবিবুল্লাহ মির নামে ওই ব্যক্তির মৃত্যু হয়। ঘটনার কড়া নিন্দা করেছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী।
সম্প্রতি, জঙ্গিদের হুমকির জেরে উপত্যকার ৭০০-র বেশি নির্বাচিত জনপ্রতিনিধি পদত্যাগ করেছিলেন। শুক্রবার, সোপোরে পঞ্চায়েত প্রধান খুনের ঘটনায় কাশ্মীরের পরিস্থিতি নিয়ে চিন্তায় ওমর আবদুল্লা সরকার।
First Published: Friday, January 11, 2013, 23:47