মা হচ্ছেন কেট?

মা হচ্ছেন কেট?

মা হচ্ছেন কেট? গত বছরের গোড়ার দিকে কেট-উইলিয়ামসের বিয়ের পর থেকেই রাজবাড়ির পঞ্চম প্রজন্মের আসার অপেক্ষায় দিন গুণছিল ব্রিটেন। এবারে বোধহয় সত্যিই আসতে চলেছে সেই খুশির খবর। রাজ পরিবারের বিশ্বস্ত সূত্রের খবর, কেট মা হতে চলেছেন। এই ডিসেম্বরেই আনুষ্ঠানিক ভাবে ঘোষণাও করবেন সেই খবর।

কলেজে পড়ার সময় কেটের রুমমেট ছিলেন জেসিকা হে। কেট এখন রাজবধূ হয়ে গেলেও অটুট থেকে গেছে সেই বন্ধুত্ব। জেসিকাই অস্ট্রিলিয়ান ম্যাগাজিন নিউ আইডিয়াকে জানিয়েছেন, "এখন ফ্যামিলি প্ল্যানিং নিয়ে চিন্তাভাবনা করছেন কেট-উইলিয়ামস। ডিসেম্বরেই হয়তো সেই খবর জানতে পারবে সকলে। হয়তো এটা শুনতে সেকেল মনে হচ্ছে, কিন্তু ওরা দুটো সন্তানেই খুশি। তার বেশি চায় না। আমার সঙ্গে কেট অনেক আলোচনা করেছে এই বিষয়ে। ওরা কখনই বয়স্ক মা-বাবা হতে চায় না"।

সারা বছর প্রচুর হাই প্রোফাইল অনুষ্ঠানে ব্যস্ত থাকার কারণে ফ্যামিলি প্ল্যানিং পিছিয়ে দিয়েছিলেন রাজ দম্পতি। তার মধ্যে রানির সিংহাসন অভিষেকের ৬০ বছর পূর্তি ও লন্ডন অলিম্পিকও ছিল।




First Published: Wednesday, November 21, 2012, 14:21


comments powered by Disqus