মিডিয়াকে খোলা চিঠি ক্যাটের

মিডিয়াকে খোলা চিঠি ক্যাটের

মিডিয়াকে খোলা চিঠি ক্যাটের কিছুদিন আগেই বয়ফ্রেন্ড রনবীর কপূরের সঙ্গে তাঁর ব্যক্তিগত ছবি প্রকাশ হয়েছে মিডিয়ায়। তাঁদের সম্পর্ক নিয়েও সংবাদ মাধ্যম এখন তোলপাড়। আর তাতে বিব্রত ক্যাটরিনা সংবাদ মাধ্যমকে খোলা চিঠি লিখলেন।

কিছুদিন আগে রনবীরের সঙ্গে স্পেনের বিচে বেড়াতে গিয়েছিলেন ক্যটরিনা। একটি বিনোদন ম্যাগাজিন সেই ছবি প্রকাশ করে। লাল-সাদা বিকিনি পরা ক্যাটরিনার সেই ছবি পর প্রকাশিত হয় অন্যান্য ম্যাগাজিন, খবরের কাগজ, ওয়েবসাইটেও। তাদের উদ্দেশে ক্যাটরিনা লিখেছেন, "আমি এই চিঠি লিখছি কারণ আমি খুবই বিব্রত, বিরক্ত ও দুঃখিত। একটি বিনোদন ম্যাগাজিন তাদের অগাস্ট মাসের সংখ্যায় আমার ও রনবীরের একান্ত ব্যক্তিগত কিছু ছবি প্রকাশ করেছে। আমরা যখন স্পেনের বিচে একসঙ্গে ছুটি কাটাচ্ছিলাম তখন আমাদের অজান্তে কেউ নিজেদের বাণিজ্যিক স্বার্থের জন্য এই ছবিগুলো তুলেছে। যারা এই ছবিগুলো প্রকাশ করেছে তাদের সকলের কাছে আমার অনুরোধ আপনারা এই ছবিগুলো সরিয়ে দিন। আমি সবসময় সংবাদ মাধ্যমের সঙ্গে ভাল সম্পর্ক রেখেছি। সবসময় মিডিয়ার সঙ্গে খোলাখুলি কথাও বলি। কাজেই এরকম আচরণের কোনও কারণ নেই।"

First Published: Wednesday, August 7, 2013, 19:43


comments powered by Disqus