Last Updated: March 11, 2014 10:46

ফের বিতর্কে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। প্রচার পাওয়ার জন্য এক টেলিভিশন সঞ্চালকের কাছে কেজরিওয়ালের নিজের হয়ে দরবার করার ভিডিও রবিবার রাতে ইউটিউবে প্রকাশ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই বর্তমানে ভাইরাল হয়ে গেছে।
কিছুদিন আগেই মিডিয়ার একাংশ তাঁর বিরুদ্ধে প্রচার করছে বলে অভিযোগ করেছিলেন আন্না হাজারের প্রাক্তন ভাবশিষ্য। আর এবার নিজের প্রচারের জন্য সেই মিডিয়ার কাছেই তাঁর সরাসরি হত্যে দেওয়ার ভিডিও ফাঁস হয়ে গেল।
ভিডিও ক্লিপটির দৈর্ঘ্য মিনিট খানেক। ভিডিওটিতে একটি সাক্ষ্যাৎকারের পর কেজরিওয়াল ও এক সংবাদ মাধ্যমের সঞ্চালকের কথপোকথন ধরা পড়েছে।
ভিডিওটিতে দেখা যাচ্ছে কথোপকথনের সময় কেজরিওয়াল ওই টিভি সঞ্চালককে তাঁর সাক্ষাৎকারের বিশেষ কিছু অংশ বারবার এবং বাড়তি গুরুত্ব দিয়ে দেখানোর অনুরোধ করেছেন। তাঁর অনুরোধের জবাবে সঞ্চালক বলছেন ``হ্যাঁ, আমরা ওটা দেখাবো। বিশেষত ভগৎ সিংকে নিয়ে মন্তব্যটা। আমরা এর ভাল প্রতিক্রিয়া পাব।``
দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইসতফা দেওয়ার পর কেজরিওয়াল ওই বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারটি দিয়ে ছিলেন।
ঘটনাচক্রে গত রবিবারেই মিডিয়ার বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছিলেন কেজরিওয়াল, আর ওই দিনেই ইউটিউবে ফাঁস হয় ভিডিওটি।
First Published: Tuesday, March 11, 2014, 10:48