Last Updated: February 16, 2014 13:33
লোকসভা নির্বাচনের আগে রান্নার গ্যাস ইস্যুতে বিজেপি প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র দামোদর দাস মোদী ও কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীকে এক হাত নিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির বিষয়ে মোদীর মুখ খোলা উচিত বলে মনে করছেন অরবিন্দ কেজরিওয়াল।
রবিবার সকালে কেজরিওয়ালের টুইট, "গ্যাসের দাম নিয়ে মোদীর কথা বলা উচিত।" বিজেপির সঙ্গে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানির সম্পর্কটা ঠিক কী, তা নিয়ে মোদীকে অবস্থান স্পষ্ট করতে বলেছেন কেজরিওয়াল।
আজই হিমাচল প্রদেশে সভা করবেন মোদী। কেজরিওয়াল দাবি, সেখানেই মুখ খুলুন গুজরাত মুখ্যমন্ত্রী। প্রশ্ন তুলেছেন কংগ্রেস সহ সভাপতির ভূমিকা নিয়েও। কংগ্রেস কেন রিলায়েন্সের মূল্যবৃদ্ধির পলিসিকে সমর্থন করছে, তা নিয়ে প্রশ্ন ছুঁড়েছেন আপ প্রধান। আজ রাহুলের কর্ণাটকের সমাবেশে গ্যাসের মূল্যবৃদ্ধি দিয়ে অবস্থান স্পষ্ট করতে বলেছেন কেজরিওয়াল।
First Published: Sunday, February 16, 2014, 13:33