Last Updated: September 24, 2013 11:37

জঙ্গিদের সঙ্গে তুমুল লড়াইয়ের পর অবশেষে কেনিয়ার নাইরোবির শপিংমলে পণবন্দিদের মুক্ত করল সেনাবাহিনী। তবে দু একজন জঙ্গি এখনও শপিং মলের কোনও এক জায়গায় লুকিয়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত শনিবার থেকে, নাইরোবির এই ওয়েস্ট গেট শপিং মলে,জঙ্গিদের হাতে পণবন্দি অসংখ্য মানুষ৷ মাঝে মধ্যেই বাইরে মোতায়েন সেনা-জওয়ানদের লক্ষ্য করে মলের ভিতর থেকে ছুটে আসছে গুলি৷ সোমবার ভোরে তো গুলিবৃষ্টি চলতে থাকে৷ রাত গভীর হতেই মরিয়া হয়ে ওঠে সেনা বাহিনী। ক্রমশই পিছু হটতে থাকে জঙ্গিরা। শেষ অবধি সেনার সাহসের কাছে হার মানতে হল জঙ্গিদের। কেনিয়ার আকাশে ফুটল আশার আলো।
প্রাথমিকভাবে মনে করা হয়েছিল,জঙ্গিদের মধ্যে মহিলারাও রয়েছে৷ কিন্তু, পরে জানা যায়, পুরুষ জঙ্গিরাই মহিলাদের বেশে হানা দেয় শপিং মলে৷
First Published: Tuesday, September 24, 2013, 11:37