Last Updated: Thursday, June 21, 2012, 23:20
কেনিয়ার কিটেনগেলায় ৬ টি সিংহকে পিটিয়ে মারল জনতা। অভিযোগ, গত দুদিন ধরে ওই এলাকায় বেশ কয়েকটি ছাগল, গরুকে মেরে ফেলেছিল সিংহগুলি। নাইরোবি জাতীয় উদ্যান থেকেই সিংহগুলি এসেছিল বলে মনে করা হচ্ছে। এদিন সিংহগুলিকে দেখতে পেয়ে বনদফতরের কর্মীদের খবর দেওয়া হয়।