Last Updated: April 12, 2013 15:02

দ্বিতীয় ইউপিএ সরকার ফেলে দিতে চক্রান্ত হয়েছিল। এমনই দাবি দলের প্রাক্তন সভাপতি নিতিন গড়করির। এমনকি সেই সব নেতারা একপ্রকার ছক কষে সরকার ফেলে দেওয়ার পথে এগোচ্ছিলেন বলে মন্তব্য করেছেন গড়করি।
গড়করির কথায়, এই প্রস্তাব এসেছিল তাঁর কাছেও। কিন্তু তিনি বাধ সাধায় নেতারা ক্ষান্ত হন বলে মত গড়করির। সম্প্রতি নাগপুরে এক দলীয় বৈঠকে এই কথা সামনে এনেছেন প্রাক্তন সভাপতি।
তবে অভিযুক্ত নেতাদের পরিচয় বা কোন দলের পক্ষ থেকে এই চক্রান্ত করা হয়েছিল, সেবিষয়ে মুখ খুলতে চাননি গড়করি।
First Published: Friday, April 12, 2013, 15:07