শাস্তি হয়নি অভিযুক্ত খুনি ধর্ষকদের, প্রতিবাদে উৎসব বয়কট খরজুনায়, বাদ গেল না ভাইফোঁটাও

শাস্তি হয়নি অভিযুক্ত খুনি ধর্ষকদের, প্রতিবাদে উৎসব বয়কট খরজুনায়, বাদ গেল না ভাইফোঁটাও

শাস্তি হয়নি অভিযুক্ত খুনি ধর্ষকদের, প্রতিবাদে উৎসব বয়কট খরজুনায়, বাদ গেল না ভাইফোঁটাওখুন ও ধর্ষণকাণ্ডে অভিযুক্তের শাস্তি হয়নি এখনও। প্রতিবাদে বয়কট উত্‍সব। পালিত হল না ভাই ফোঁটাও। এই শপথ থেকে সরতে রাজি নয় মুর্শিদাবাদের খরজুনা।

গত তেইশে জুন খরজুনায় এক গৃহবধূকে ধর্ষণ করে খুন করে দুষ্কৃতীরা। সেই থেকে দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছেন গ্রামবাসীরা। মিছিল, মিটিং করেছেন। প্রশাসনের কাছে ধর্না দিয়েছেন। তবে এখনও শাস্তি পায়নি দোষীরা।  প্রতিবাদে দুর্গাপুজো থেকে কালীপুজো, সব উত্‍সব থেকেই নিজেদের আলাদা করে রেখেছিলেন খরজুনাবাসী।  

একই ছবি ভাইফোঁটাতেও। উত্‍সব হয়নি, বাজেনি বোনেদের মঙ্গলশঙ্খ। নিহত বধূর দুই সন্তান রয়েছে আত্মীয়দের বাড়িতে। নির্যাতিতার বাড়িতেও একরাশ বিষন্নতা। গ্রামবাসীদের দাবি একটাই, উপযুক্ত শাস্তি পাক দুষ্কৃতীরা।

First Published: Tuesday, November 5, 2013, 20:38


comments powered by Disqus