Last Updated: January 10, 2014 11:07

পুরনো সহযোদ্ধা অরবিন্দ কেজরিওয়াল নন, দেশের প্রধানমন্ত্রী হিসাবে টিম আন্নার অন্যতম সদস্য কিরণ বেদীর পছন্দ নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সরাসরি বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর সমর্থনে গলা তুললেন এই প্রাক্তন আইপিএস অফিসার।
মাইক্রো ব্লগিং সাইট টুইটারে টুইট করে বেদী জানিয়েছেন ``আমার কাছে দেশ সবার আগে। স্থায়ী, সুনিয়ন্ত্রিত, সুশাসিত, ভারত। একজন স্বাধীন ভোটার হিসাবে আমার ভোট `নমো`-এর জন্য।`` এর আগেও গত বছর আহমেদাবাদের এক জনসভায় গুজরাতের মুখ্যমন্ত্রীর উন্নয়নের প্রশংসা করে কিরণ বেদী মন্তব্য করেছিলেন ``মোদী প্রধানমন্ত্রী পদে মনোয়ন দেশের জনসাধারণকে ঠিকটা বেছে নিতে সাহায্য করবে।``
বেদী ছাড়াও ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তী লতা মঙ্গেশকরও ২০১৪ লোকসভা নির্বাচনে মোদীকে ভোট দেওয়ার কথা বলেছিলেন।
তবে শুধু মোদীর প্রশংসা করেই ক্ষান্ত হননি কিরণ। ঘুরিয়ে আম আদমি পার্টির বিরোধীতাও করেছেন তিনি। অপর এক টুইটে তিনি জানিয়েছেন ``আমরা যারা দুর্নীতি মুক্ত দেশ চাই আর একবার কংগ্রেসকে ভোট দিতে পারি না। ভারতের এখন স্থায়ীত্ব প্রয়োজন। অভিজ্ঞ হাতই আমাদের সেই স্থায়ীত্ব দিতে পারবে।``
``হেল্পলাইনের সঙ্গেই দিল্লির সরকারের উচিৎ বিধানসভায় রাজধানীর লোকায়ুক্ত রিপোর্ট নিয়ে সরাসরি বিতর্কে নামা। এই রিপোর্ট দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতকে অভিযুক্ত করেছিল।`` মন্তব্য কিরণের।
First Published: Friday, January 10, 2014, 11:07