রাজ্যের দুই মন্ত্রী ও পুলিস সুপারকে হত্যার ছক কেএলও জঙ্গিদের

রাজ্যের দুই মন্ত্রী ও পুলিস সুপারকে হত্যার ছক কেএলও জঙ্গিদের

রাজ্যের দুই মন্ত্রী ও মালদহের পুলিস সুপারকে হত্যার ছক কষেছে কেএলও জঙ্গিরা। ধৃত দুই জঙ্গিকে জেরা করে এই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিস। মলদহের বারো মাইলে চলন্ত বাসে গুলি চালানোর র ঘটনায় উত্তম মন্ডল ও সঞ্জয় বর্মন নামে দুজনকে গ্রেফতার করেছে পুলিস।

একই সঙ্গে পুলিস জানতে পেরেছে সতেরই জানুয়ারি কেএলও উত্তরবঙ্গে যে বনধ ডেকেছে তাতেও বড়সড় নাশকতার ষড়যন্ত্র করেছে জঙ্গিরা। খুনের ছক করা হয়েছিল পর্যটন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্রকে।

হবিবপুর এলাকার বিভিন্ন দলের নেতাদেরও প্রাণনাশের জঙ্গি সংগঠন কেএলও। এই সব বিষয় মাথায় রেখে এলাকার নিরাপত্তা জোরদার করেছে জেলা প্রশাসন।

First Published: Wednesday, January 15, 2014, 15:09


comments powered by Disqus