Last Updated: Monday, March 31, 2014, 11:37
মালদার গাজোলে কেএলও জঙ্গিদের সঙ্গে পুলিসের গুলির লড়াই। কেএলও জঙ্গি মালখান সিং গাজোলের বাকসার গ্রামে লুকিয়ে আছে। গোপন সূত্রে এমন খবর পেয়ে গতকাল, রবিবার রাত নটা নাগাদ গ্রামে অভিযান চালায় পুলিস। গ্রামে ঢোকার সময় পুলিসকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।