Last Updated: July 4, 2014 18:14
উইম্বলডনের সিঙ্গলসে নয়া প্রজন্মের রমরমা চললেও ডাবলসে বুড়ো হাড়ে কামাল দেখাচ্ছেন সেই লিয়েন্ডার পেজ। চেক সঙ্গী রাদাক স্টেপনেক-এর সঙ্গে উইম্বলডনের ডাবলস সেমিফাইনালে পৌঁছে গেলেন লি। অন্যদিকে, রোমানিয়ার হোরিয়া টেকাউয়ের সঙ্গী আরেক ভারতীয় সানিয়া মির্জা বৃহস্পতিবার তৃতীয় রাউন্ডেই মিক্সড ডাবলস থেকে ছিটকে গেলেন।
পঞ্চম বাছাই লি-স্টেপানক জুটি কোয়ার্টার ফাইনালে হারালেন তৃতীয় বাছাই কানাডা ড্যানিয়েল নেস্টর ও সার্বিয়ার নেনাদ জিমোনজিক জুটিকে। ১৫২ মিনিটের হাড্ডাহাড্ডির খেলার ফলাফল ৩-৬, ৭-৬, ৬-৩, ৬-৪।
সেমিফাইনালে লি-রা মুখোমুখি হবেন অবাছাই জুটি ভাসেক পোসপিসিল ও জ্যাক সক-এর।
অন্যদিকে মিক্সড ডাবলসে ষষ্ঠ বাছাই সানিয়া মির্জা-হোরিয়া টেকাউ জুটি হেরে গেলেন দশম বাছাই জেমি মারে ও সেসে ডেলাকুয়ার কাছে।
First Published: Friday, July 4, 2014, 18:14