Last Updated: October 22, 2013 16:38

আলিপুরদুয়ার পুরসভায় ৮টি আসন পেয়ে বোর্ড গঠন করেছে বামেরা। সিপিআইএমের অনিন্দ্য ভৌমিক পুরপ্রধান হয়েছেন। উপপুরপ্রধান হয়েছেন আরএসপির গৌতম তালুকদার।
২০ আসন বিশিষ্ট আলিপুরদুয়ার পুরসভায় ফলাফল ত্রিশঙ্কু হয়েছিল। ফলে বেশকিছুদিন বোর্ড গঠন নিয়ে টালবাহানা চলছিলই। তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস বোর্ড গঠন করতে পারে এমন জল্পনাও দেখা দিয়েছিল। পরে জেলা কংগ্রেস জানিয়ে দেয় মানুষের রায় মেনে বিরোধী আসনেই বসবে তারা।
আজ বোর্ড গঠন নিয়ে ভোটাভুটিতে কংগ্রেস যোগ দেয়নি। ভোটদানে বিরত থাকায় কংগ্রেসকে বিঁধেছে তৃণমূল কংগ্রেস। বামেদের সঙ্গে কংগ্রেসের আঁতাতের অভিযোগ তুলেছে তৃণমূল। অভিযোগ অস্বীকার করেছে জেলা কংগ্রেস।
First Published: Tuesday, October 22, 2013, 16:38