শুক্রে প্রাণের ইঙ্গিত

শুক্রে প্রাণের ইঙ্গিত

Tag:  venus venus-13 russia
শুক্রে প্রাণের ইঙ্গিতশুক্র গ্রহে প্রাণ আছে? রাশিয়ার মহাকাশ বিজ্ঞানীরা অন্তত এমনই দাবি করছেন। সম্প্রতি রাশিয়ার মহাকাশ গবেষণাগার স্পেস রিসার্চ ইন্সটিউট অফ রাশিয়া-র প্রকাশিত সায়েন্স ম্যাগাজিনের একটি নিবন্ধে বলা হয়েছে, ১৯৮২ সালে শুক্র অভিযানের সময় তোলা কিছু ছবিতে শুক্র গ্রহে বিভিন্ন আকারের কিছু কালো ছোপ দেখা গিয়েছে। বেশ কয়েকটি ছবিতে ওই ছোপগুলোর জায়গা বদলে গিয়েছে। বেশ কিছু ছোপ আবার মিলিয়ে গিয়েছে। নিবন্ধটির লেখক মহাকাশ বিজ্ঞানী লিওনিড সানফোমালিটি দাবি, বিভিন্ন ছবিতে কালো ছোপগুলি একে অপরের সঙ্গে মিশে গিয়েছে। কোনওটা স্থান পরিবর্তন করেছে। এই বৈশিষ্টগুলো থেকে শুক্রগ্রহে প্রাণের সন্ধান মেলার জোরাল ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদিও গবেষণায় দেখা গিয়েছে, শুক্র গ্রহের উপরিভাগে তাপমাত্রার পরিমাণ ৪৬৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় কোনও প্রাণের অস্তিত্ব সম্ভব নয় বলেই মনে করছেন গবেষকদের একাংশ।

First Published: Sunday, January 22, 2012, 10:49


comments powered by Disqus