Last Updated: February 15, 2014 22:34

লোকসভা নির্বাচনকে পাখির চোখ করেই প্রস্তুতি শুরু করে দিল আপ শিবির। অরবিন্দ কেজরিওয়াল ভোটে লড়ুন বা নাই লড়ুন, তার নেতৃত্বেই ভোটে যাবে দল। ২৩ ফেব্রুয়ারি থেকেই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করছে আম আদিম পার্টি। তবে কেজরিওয়ালের ইস্তফা ঘিরে আজ দিনভর সমালোচনার ঝড় বয়ে গেছে দিল্লিতে। প্রতিশ্রুতি রক্ষায় কেজরিওয়াল ব্যর্থ এই মর্মে দিল্লির যন্তরমন্তরে ধরনায় বসছে বিজেপি।দিল্লির মুখ্যমন্ত্রী পদ ছেড়েছেন অরবিন্দ কেজরিওয়াল। এবার টার্গেট লোকসভা ভোট। সেদিকে তাকিয়ে তেইশে ফেব্রুয়ারি হরিয়ানার রোহতক থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করতে চলেছে আম আদমি পার্টি। দলের স্লোগান ঝাড়ু চালাও ,বেইমান কো হারাও। শনিবার বৈঠকে বসে দলের রাজনীতি বিষয়ক কমিটি । ওই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে কেজরিওয়ালের নেতৃত্বেই ভোটে যাবে দল। দোশরা মার্চ উত্তরপ্রদেশে কেজরিওয়ালের নেতৃত্বে মিছিল হবে।
দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করেই তিনি দিল্লিতে ক্ষমতায় এসেছিলেন। লোকসভা নির্বাচনে কংগ্রেস ও বিজেপির দুর্নীতিগ্রস্ত প্রার্থীদের হারানোই আপের অন্যতম বড় চ্যালেঞ্জ। জনলোকপাল বিল নিয়ে প্রতিশ্রুতি রাখতে না পেরেই ক্ষমতা ছেড়েছেন, দাবি কেজরিওয়ালের। তবে এই ইস্যুতে কেজরিওয়ালের বিরুদ্ধে পলায়নী মনোভাবের অভিযোগ এনেছে কংগ্রেস ও বিজেপি।
আপের বিরুদ্ধে চাপ আরও বাড়াতে চলেছে বিজেপি। মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পালন করতে পারেনি আম আদমি পার্টি। এই অভিযোগে দিল্লির যন্তরমন্তরের সামনে ১৮ ফেব্রুয়ারি ধরনায় বসছে বিজেপি।
First Published: Saturday, February 15, 2014, 22:34