মালয়েশিয়ায় মুক্ত বিশ্বরূপম

মালয়েশিয়ায় মুক্ত বিশ্বরূপম

মালয়েশিয়ায় মুক্ত বিশ্বরূপমতামিলনাড়ুর পর বিশ্বরূপমের ওপর নিষেধাজ্ঞা উঠে গেল মালয়েশিয়াতেও।

প্রথমে মালয়েশিয়ান ফিল্ম সেন্সরশিপ বোর্ড বিশ্বরূপম মুক্তির অনুমতি দিয়েছিল। ২৪ জানুয়ারি ছবি মুক্তির পর মালয়েশিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে ছবি প্রদর্শিতও হয়। কিন্তু তার পরদিনই ভারতে চলা বিতর্কের কারণে মালয়েশিয়ার স্বরাষ্টমন্ত্রক ছবির ওপর নিষেধাজ্ঞা জারি করে। অবশেষে সেই নিষেধাজ্ঞা তুলে দিল সেন্সর বোর্ড।

বিশ্বরূপমের ওপর নিষেধাজ্ঞার কারণে ইতিমধ্যেই ওই দেশের ভারতীয় বংশোদ্ভুত নাগরিকদের মধ্যে ছবির বেআইনি ডিভিডি ছড়িয়ে পড়েছে।






First Published: Wednesday, February 20, 2013, 11:17


comments powered by Disqus