Last Updated: Thursday, February 7, 2013, 10:26
আজ তামিলনাড়ুতে মুক্তি পাচ্ছে কমল হাসানের বহু বিতর্কিত ছবি বিশ্বরূপম। দু`সপ্তাহ ধরে চলা টালাবাহানার পর অবশেষে সাতটি সিন এডিট করে মুক্তি পাচ্ছে বিশ্বরূপম। ইতিমধ্যেই ভারতের অন্যান্য রাজ্যে বিশ্বরূপম হিন্দিতে মুক্তি পেয়েছে। তামিল নাড়ুতে মুক্তির এক দিন আগেই বুধবার নিজের বাড়িতে বিশ্বরূপম প্রদর্শন করেছেন তামিল তারকা রজনীকান্ত। তবে বিশ্বরূপম ঘিরে বিতর্ক ঘোরতর আকার নিলেও এর মধ্যেই ছবিটির সিকোয়েল বিশ্বরপম ২-এর শুটিং শুরু করে দিয়েছেন কমল হাসান।