Last Updated: February 11, 2013 11:34

কংগ্রেস থেকে তৃণমূলে। ফের কংগ্রেসে। এবং আবারও তৃণমূলে। ১৯৯৮ সাল থেকে এভাবেই দল পরিবর্তনের ট্র্যাডিশন বজায় রেখেছেন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। আসন্ন ইংরেজবাজার বিধানসভার উপনির্বাচনে তিনি এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী। ভোটপ্রচারে তাঁর বিরুদ্ধে দলবদলকেই হাতিয়ার করেছে কংগ্রেস ও বাম, উভয়পক্ষ।
ভোটপ্রচারে কংগ্রেস এবং বামফ্রন্ট, দু`পক্ষেরই আক্রমণের নিশানায় এখন কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। ১৯৯৮ থেকে চার বার দল বদল করে আপাতত তিনি তৃণমূলে। কংগ্রেস ছেড়ে শাসক দলে যোগ দেওয়ামাত্র তাঁর জন্য খুলে গিয়েছে মন্ত্রিসভার দরজা। এবার ইংরেজবাজার বিধানসভার উপনির্বাচনে তিনিই তৃণমূল কংগ্রেস প্রার্থী।
বারবার দল পরিবর্তনে মানুষ কি বিভ্রান্ত? তৃণমূল প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অবশ্য এ কথা মানতে নারাজ।
কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী প্রতারক। অভিযোগ কংগ্রেসের। তিনি সুবিধাবাদী। অভিযোগ বামফ্রন্টের। আর কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীর দাবি, এসব অভিযোগের তাঁর কাছে কোনও গুরুত্বই নেই। শেষপর্যন্ত মানুষের রায়ে গুরুত্ব পাবে কোন পক্ষ, তা জানতে অপেক্ষা তেইশে ফেব্রুয়ারি পর্যন্ত।
First Published: Monday, February 11, 2013, 11:55