Last Updated: July 9, 2013 20:55

মল্লিকা শেরাওয়াতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল গুজরাতের ভাদোদরা জেলা আদালত। ২০০৬ সালের বর্ষবরণ অনুষ্ঠানে অশ্লীল নাচের জন্য জবাবদিহি করতে গত বছর ১৯ অগাস্ট আদালতে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু মল্লিকা সঠিক দিনে হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে জামিন যোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বরোদা বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট নরেন্দ্র তিওয়ারি।
সেদিন রাতে টিভিতে মল্লিকার নাচ দেখেছিলেন তিওয়ারি। মল্লিকা যেই পাঁচতারা হোটেলে তিনি নেচেছিলেন তার মালিকের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন নরেন্দ্র। তবে এই প্রথম নয়। এর আগেও এই একই নাচের জন্য গুজরাত হাইকোর্টের সমন পেয়েছিলেন মল্লিকা।
First Published: Tuesday, July 9, 2013, 20:55