Last Updated: Friday, April 26, 2013, 20:11
রাখি সওয়ান্ত ও টেলিভিশন তারকা রতন রাজপুতের পর এবার স্বয়ম্বর সভা ডাকতে চলেছেন মল্লিকা শেরাওয়াত। লাইফ ওকে চ্যানেলে দ্য ব্যাচেলরেট ইন্ডিয়া-মেরে খয়ালোঁ কি মল্লিকাতে নিজের জন্য উপযুক্ত পাত্র খুঁজতে চলেছেন মল্লিকা।